কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনতলা বিশিষ্ট মসজিদ ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সকালে তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলার ছাদ ঢালাইয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে ছাদ ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল- সোহান, ডেপুটি সিভিল সার্জন ডা:মো: দিদারুল ইসলাম,কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল করিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার আহমেদ , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডা: মো: আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মাহমুদ আল নূর আকাশ
,ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান জোসেফসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply