ময়মনসিংহের নান্দাইলে ৫ম শ্রেণীর স্কুলছাত্রী (১১)কে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার, ২০ জানুয়ারি উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের চিলাবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রীর পরিবারসহ এলাকাবাসী এ ঘটনার অভিযোগ আমলে না নেয়া পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপনসহ অভিযুক্ত হাদিস মিয়া (৫০)কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এসময় বক্তব্য রাখেন ছাত্রীর বাবা তোফাজ্জল হোসেন, এলাকাবাসীর পক্ষে আনোয়ারুল ইসলাম, ডা. কামাল মোস্তফা, নুরুল ইসলাম প্রমুখ।
জানাগেছে, ওই ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে। অভিযুক্ত হাদিস মিয়াও একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
জানা গেছে, গত ৩রা জানুয়ারি সকালে ছাত্রীটি তার নিজ বাড়ির উত্তর পার্শ্বের গোসলখানার টিউবওয়েলে শাকসবজি ধুইতে যায়। এসময় হাদিস মিয়া ছাত্রীকে একা পেয়ে গোসলখানায় ঢুকে তাকে জড়িয়ে ধরে এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানিসহ টিউবওয়েলের পাড়ে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেওয়ার জন্য ছাত্রীর পরিবারকে অর্থনৈতিক প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে আসছে।
এ বিষয়ে ছাত্রীর পিতা তোফাজ্জল হোসেন বিডিচ্যানেল ফোরকে বলেন, তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। সুবিচারের আশায় রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়েছি।
ধর্ষণ চেষ্টাকারী দৃষ্টান্তুমূলক শাস্তির জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বাদি এলেই মামলা নেওয়া হবে।
Leave a Reply