1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পৌর এলাকার কালীবাড়ি রাস্তার পাশের ড্রেন থেকে কোদাল দিয়ে ময়লা তুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

জানা যায়, এই মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও মশার উপদ্রব কমানো। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও মশার কারণে জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, যা থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য একটাই, পরিবেশ সুন্দর রাখা এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। বর্তমান সরকারের কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যাতে করে আমাদের পৌরসভা, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।”

ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতা ও মশার সমস্যা ছিল, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। বিশেষত গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এই কার্যক্রমের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি মশার উৎসগুলোকে ধ্বংস করা হবে, যা ভবিষ্যতে এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হবে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, “আমরা সবাই মিলে এই উদ্যোগটি সফল করার জন্য একত্রিত হয়েছি। পৌর এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, পরিবেশের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম শুধু প্রশাসনের একার কাজ নয়, সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

এ কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা ও মশক সমস্যার সমাধান আশা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। প্রশাসনও এই ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিবেশগত সুরক্ষা কার্যক্রম পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং