1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

নান্দাইলে শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের সভাপতি বায়েজিদ, সা: সম্পাদক রাকিবুল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশন” এর ৫ম বারের মতো কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার, ৭ জানুয়ারি দুপুরে মুসুল্লি ইউনিয়নে “শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশন” এর কার্যালয় থেকে “সাবজেক্ট কমিটির’ সদস্যবৃন্দের রেজুলেশনের মাধ্যমে ২০২৫ – ২০২৬ সালের  আংশিক  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বায়েজিদ আহমেদ’কে সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল ইসলাম ফকির’কে সাধারণ সম্পাদক করে মোট ১২ জন সদস্যকে নির্বাচিত করা হয়। 

সংগঠনটি ২০১৮ সনের ২০ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে নান্দাইলের দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য ও পরামর্শ,  বাল্যবিবাহ প্রতিরোধ,রক্তদান কর্মসূচি ও মাদক প্রতিরোধে সচেতনামুলক কাজ করে আসছে।

আংশিক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন যথাক্রমে- পর্যবেক্ষক- ওয়াজিউল আলম শাকিল, সিনিয়র সহ-সভাপতি দ্বীন নাহিয়ান দিদার, শিরিন আক্তার ও সারাফাত ওয়ামিয়া রাদিফা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন, ও আসাদুল হক আজিব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: রিকসন ও মো: সুমন মিয়া। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে নাদিমুল হক লাবিব ও মিজানুর রহমানকে নির্বাচিত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং