
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার, ১জানুয়ারি সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।
পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম) এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান খানের পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রমের সহযোগিতা করেন উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ কুলিয়ারচর বাজারস্থ গ্রীণ লাইফ জেনারেল হাসপাতাল ও আল-রাজ্জাক ডিজিটাল জেনারেল হাসপাতাল।
এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply