1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় 

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ।

সোমবার, ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানসহ ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ সাংবাদিকদের কাছে উপজেলার সার্বিক বিষয়ে তথ্য প্রদান করার জন্য আহবান জানান। এসময় সাংবাদিকগণ এ উপজেলায় যানজট, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজং, কিশোরগ্যাং, রাস্তার উপর হাট বাজার ও অবৈধ স্থাপনা, নদী দখল দূষণ, অবৈধ বালু উত্তোলন বিক্রিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, যে কোন কাজ বাস্তবায়ন করতে হলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই।  যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ঈশ্বরগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ঈশ্বরগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ উপজেলাকে মাদক, চাঁদাবাজি, যানজট নিরসন সহ বিভাগীয় দাপ্তরিক কাজের মাধ্যমে সেবা গ্রহীতাদের সেবা সততা ও নিষ্ঠার সাথে শতভাগ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। সরকারী কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন প্রস্থান ও যথাযথ সেবা দান প্রদান করার জন্য তার প্রচেষ্টা অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি এ উপজেলায় যতদিন আছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা। অন্যায়ের প্রতি জিরো ট্রলারেন্স থাকবে। 

তিনি এর পূর্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং