1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৩০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুনের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তরুণরা যাতে বিপথগামী না হয় সে জন্যে তাঁদের শিক্ষা চিকিৎসার পাশাপাশি যাতে তরুণরা মাদক মুক্ত জীবন গড়তে পারে সে বিষয়ে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুরুল হক হাসান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা সুশাসনের জন্য নাগরিগ সুজনের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। 

আলোচনা সভা শেষে নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ঈশ্বরগঞ্জ হাসাপাতালে দালাল চক্রের কাছে রোগিরা জিম্মি। আমার কাছে এধরনের ভিডিও ফুটেজ রয়েছে। আজ থেকে ঈশ্বরগঞ্জ হাসপাতাল দালাল মুক্ত হিসেবে চলবে। আজকের পর যদি হাসপাতালে দালালের উপস্থিত লক্ষ্য করা যায়। তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং