ফিলিস্তিনের উত্তর গাজায় কোনোমতে সচল থাকা কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ডের সামিল। এই ভয়াবহতার অবসান হওয়া উচিত।
আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ডব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় সময় গতকাল কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় উত্তর গাজার সর্বশেষ প্রধান স্বাস্থ্য কেন্দ্রটি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।
এক এক্স পোস্টে ডব্লিউএইচও আরও বলেছে, অভিযানের সময় প্রধান প্রধান কিছু বিভাগ মারাত্মকভাবে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।
Leave a Reply