সকল ক্যাডারের সমতা ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন করেন উপজেলা পযার্য়ের ক্যাডারের বিসিএস কর্মকর্তাগণ।
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপ-সচিব পদে সকল কোটার অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবিতে আয়োজিত মানববন্ধন বক্তারা বলেন,সরকার সমাজ উন্নয়নে অংশীজন হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমাদের ন্যায্য দাবি ও কর্মসূচি সমূহ মেনে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা বাস্তবায়ন করবে।
মানববন্ধনে অংশ নেন করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো:উজ্জ্বল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:নাজমুল হাছান প্রমুখ।
Leave a Reply