ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের শেষ সিরিজ হয়ে আছে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। তবে সাকিব বাংলাদেশে নেই আরও আগে থেকেই। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি তিনি। তবে দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলছে। দিনচারেক পর বাংলাদশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো বিপিএলে থাকছেন না দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তীব্র আন্দোলনের মুখে আর দেশেই পা রাখতে পারেননি তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি সাকিবের। আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাটেই জাতীয় দলকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা এখন শূন্যের কোটায়।
Leave a Reply