কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘ নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ’ এ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ উপজেলা হল রোমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম পরিচালনায আলোচনা সভায় বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার , উপজেলা কৃষি অফিসার নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপ্ন কুমার দত্ত জয়িতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার আপেল, জয়িতা পারভিন আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলা আহুতিয়া গ্রামের শারমিন বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে নতুন জীবন শুরু করেছেন যে নারী চন্ডিপাশা ইউনিয়নে কোদালিয়া গ্রামের আশেকা আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী আংগিয়াদী গ্রামের সালমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল সফল জননী ক্যাটাগরীতে হোসেনে আরা।
Leave a Reply