কিশোরগঞ্জের ইটনায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. কুদরত আলী, (৫০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাহেব নগর এলাকার সমেজ আলীর ছেলে ও হালিমা (৪০) একই উপজেলার কৃষ্ণপুর, মনতলা বাজার এলাকার মৃত: সফর আলীর মেয়ে।
সোমবার, ৯ ডিসেম্বর বিকেল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটনা সদর ইউনিয়নের যুগিরকান্দা মোড় এলাকার মৃগা রোডের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply