1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের ব্যাপক গণসংযোগ 

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগ সরকার পতনের পর এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি তার জন্মভূমি ও নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বিরামহীনভাবে ব্যাপক গণসংযোগ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও মরহুম দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারত ও দলীয় নেতাকর্মীসহ এলাকার জনগণের সাথে মতবিনিময় করছেন তিনি।

শনিবার,  ৩০ নভেম্বর সকালে প্রথমে তিনি উপজেলার আব্দুল্লাহপুর জগতচর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় অংশগ্রহণ শেষে মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী চকবাজার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ধূপাখালী গ্রামের হযরত সানাউল উলুম মাদ্রাসা পরিদর্শন শেষে গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-জামাতের ডাকা অবরোধ চলাকালীন সময় ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত রেফায়েত উল্লাহ’র ১৬ মাস বয়সের একমাত্র শিশু কন্যা লামিয়াসহ তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।

এরপর তিনি ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা মরহুম শামসুল হক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ইউনুস আলীর কবর জিয়ারতসহ তার মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফরিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মরহুম বোরহান মেম্বারের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া তিনি ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের ইউনুস আলীর বাড়িতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শরীফুল আলম। সেখান থেকে তিনি আমোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে তিনি আলালপুর গ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন করেন। রাতে ফরিদপুর ইউনিয়ন পরিষদে নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন ও পরিষদের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি ফরিদপুর আনন্দবাজারে এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন। সেখান থেকে রাত ৯ টার দিকে সালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সালুয়া কাল্লারপাড় এলাকায় প্রয়াত দলীয় নেতাকর্মীদের স্বরণে আয়োজিত এক শোকসভায় অংশগ্রহণ করেন। রাত ১০ টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফুল আলম।

দীর্ঘদিন পর নিজ নির্বাচনি এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় অনেককে। মহিলারাও এ সুযোগ হাতছাড়া করেননি, তারাও রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে তাদের এলাকার সন্তান শরীফুল আলমকে দু’নয়ন ভরে দেখেন। তাদের প্রিয় নেতা শরীফুল আলমও গাড়ি থেকে নেমে নারী পুরুষের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এসময় দলীয় নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

দিনব্যাপী গণসংযোগকালে তার সাথে ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন খান শাহজাহান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোছলেহ উদ্দিন রতন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক  হাফেজ মো. মাসুদ আহমেদ, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, সালুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের সিনিয়র যগ্ম আহবায়ক সামজাদ হোসেন শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল তালুকদার, জুয়েল রানা, মো. রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, আলী আশরাফ সুমন, কাউসার আহমেদ জিন্নু মোল্লাহ, মিশকাত তালুকদার, যুবদল নেতা নূরুল ইশরাক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খাঁন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম (বিপ্লব), বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক পল্লী চিকিৎসক মো.মেজবাউল হক খোকা, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান (রুবেল), সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং