1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪০ বছর ধরে অন্যের অবৈধভাবে দখলে থাকা শ্মশানের জায়গা বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন।

সোমবার, ২৫ নভেম্বর দুপুরে শ্মশানের জায়গা চিহ্নিত করে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেয়া হয়।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারস্থ কাঁচামাটিয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে হিন্দু ধর্মালম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন তারা। তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এনিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রতিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভোগান্তি পোহাতে হতো। চারপাশ থেকে অবৈধ দখলদারদের দখলে কারণে শ্মশানের প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছিল।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কাছে একটি লিখিত অভিযোগ দিলে তিনি তা সমাধানের উদ্যোগ নেন। তিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্মশানের জায়গা চিহ্নিত করে তা শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন। এ সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, প্রেসক্লাব সদস্য সচিব আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে ৮৫ বছরের বৃদ্ধ ভবেশ চন্দ্রসাহা বলেন, শ্মশানের জায়গাটি নিয়ে কয়েকদিন পর পর বির্তকে জড়ানো ভালো লাগছিল না। খুবই দুশ্চিন্তায় ছিলাম। দীর্ঘদিন পর চিন্তা মুক্ত হয়েছি, এখন মরেও এখন শান্তি পাব।

ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, এখন থেকে শ্মশানের জায়গা নিয়ে আর কোন বিতর্কের সুযোগ নেই।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শ্মশানের জায়গাটি চিহ্নিত করে হিন্দু ধর্মালম্বী লোকদের মৃতদেহ সৎকারে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। এখন থেকে তারা নিশ্চিন্তে তাদের শবদেহের অন্তেষ্টিক্রিয়া করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং