1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

২০ কিলোমিটার সড়কের ১৯ কিলোমিটার খানাখন্দে ভরা,  চলাচলে জনদুর্ভোগ

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল থেকে কানিহারী ইউনিয়নের সেনবাড়ী-আহমদাবাদ পর্যন্ত পাকা সড়কটি চার বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের অধীনে আনা হয়। সড়ক ও জনপথ বিভাগে আনার পর পাকা সড়কটি আর মেরামত না করায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে আছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ২০টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করলেও সড়কটি সংস্কার না করায় ওই সড়কে চলাচলকারী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে দুর্ঘটনার কবলিত হচ্ছে বিভিন্ন যানবাহন। এ ছাড়াও মাঝে মাঝে বড় গর্তে পড়ে গিয়ে বিকল হচ্ছে অসংখ্য যানবাহন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত সড়কটি বিস্তৃত। ত্রিশাল পৌর এলাকার দরিরামপুর অংশে এক কিলোমিটার সড়ক ঢালাই হওয়ার কারণে ভাল আছে। বাকি ১৯ কিলোমিটার এলাকা চলাচলের অনুপযোগী। ঢালাই উঠে গিয়ে ইটের খোয়া বেরিয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরী হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট খাট দুর্ঘটনা। গাড়ী বিকল হয়ে অনেক সময় অচলাবস্থতার তৈরী হয়।

সিএনজি চালক সজীব মিয়া জানান, ত্রিশ মিনিটের পথ পারি দিতে এখন সময় লাগে একঘন্টা।  এরপর যাত্রীরাও অসন্তুষ্ট হন। ঝাঁকিতে কোমরে ব্যাথা হয়ে যায়।

স্থানীয় যাত্রী সোহেল মিয়া বলেন, আমাদের ভাগ্য খারাপ। এ রোডের কাজ শেষ কবে হয়েছে জানিনা। তবে ২০ বছরে একবারও সংস্কার হয়নি।

কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ মন্ডল জানান ১৯৯৬ সালে সড়কটি সর্বশেষ সংস্কার হয়েছিল। এরপর আর হয়নি। আমরা সড়কটি সংস্কারের দাবী জানাচ্ছি।

সড়ক ওজনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন জানান, এই সড়কটি একনেক প্রকল্প থেকে পাশ হলে কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং