কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ ও ১ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।
বুধবার, ২০ নভেম্বর, রাত সাড়ে ৩টার দিকে ভৈরব নাটালের মোড়ে ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাসে তল্লাসি চালিয়ে বাসের সাইডবক্স থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজনের মধ্যে সাব্বির মিয়া (২০) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে, আজিজুল হাকিম (২৩), একই উপজেলার মাতাইন এলাকার মৃত কবির মিয়ার ছেলে ও ইউসুফ মিয়া (৩৪) ব্রহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিম নগর এলাকার মো. আলী হোসেনের ছেলে।
এবিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে ও আসামিদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply