কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। খাওয়ার ব্যবহার হচ্ছে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদীর পানি। ইটনা পুরান বাজারের ছোট বড় প্রায় পাঁচ শতাদিক দোকান রয়েছে। বাজারের পশ্চিম পাশে একটি মাত্র টিউবওয়েল থাকলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। বাজারের হোটেলে কিছু কিছু দোকানি নিজস্ব টিউবওয়েল বসিয়ে বিশুদ্ধ পানির চাহিদা মেটাচ্ছে। তবে অধিকাংশ চায়ের দোকান ও হোটেল গুলোতে ধনু নদীর পানি ব্যবহার করা হচ্ছে। বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বাজারের দোকানদারগণ আশেপাশের আবাসিক বাসা বাড়ি থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধ পানির চাহিদা মেটাচ্ছে।
ইটনা বাজারের ব্যবসায়ী হাজী কেরামত আলী ফ্যাশনের মালিক আসাদুজ্জামান ও লিনা বস্ত্রালয়ের মালিক শাহিন আলম আক্ষেপের সুরে বলেন, এত বড় একটি বাজার আমরা বিশুদ্ধ পানি পর্যন্ত খেতে পারছি না। আমাদের এই কথাগুলো শোনার কোন লোক নাই। ইটনা বাজারের ব্যবসায়ী আদর্শ টেলিকমের মালিক নুরে আলম বলেন, বাজারে বিশুদ্ধ পানির সংকট থাকায় আমরা আমাদের নিজ বাড়ি উদিয়ারপাড় থেকে পানি এনে খাবার পানির চাহিদা মেটাই।
বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ বিধায় দ্রুত বিশুদ্ধ পানির চাহিদার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভূক্তভোগিগণ।
Leave a Reply