কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মোস্তাফিজুর রহমান মানিক (৪২) উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত জলিল মিয়ার ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি মামলার এজারভূক্ত আসামি।
সোমবার, ১১ নভেম্বর বিকেল ৩টার দিকে ভৈরব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ জুলাই দুপুরে উপজেলার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলায় তিনি জড়িত বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১৪, সিপিসি- ভৈরব ক্যাম্প।
পরে গত ৭ সেপ্টেম্বর জনৈক মামুন মিয়া বাদি হয়ে ভৈরব থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেফতার মোস্তাফিজুর রহমান মানিক একজন এজহারভূক্ত আসামি।
গ্রেফতার মোস্তাফিজুর রহমান মানিককে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply