1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত বিএনপির দুই নেতার প্রথম শাহদাত বার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

গত বছর বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের প্রথম দিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বিল্লাল মিয়া ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ তনয়ের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৩১অক্টোবর বাদ আছর ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ছয়সূতী বাসস্ট্যান্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মূল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের নবনিযুক্ত এপিপি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খাঁন, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন রতন, উপজেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন সাদির, আরশ মিয়া, ফারুক মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম (বিপ্লব), উপজেলা যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম (মঞ্জিল), বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা জাসাস সদস্য সচিব পল্লী চিকিৎসক মো. সোহেল মিয়া, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাখন মিয়া, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

আলোচনা সভায় বক্তারা মো. বিল্লাল মিয়া ও রেফায়েত উল্লাহ তনয়কে নির্মমভাবে খুন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আলোচনা সভা শেষ পুলিশের গুলিতে নিহত মো. বিল্লাল মিয়া ও রেফায়েত উল্লাহ তনয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের প্রথম দিন ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ডে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে মিছিল করলে অবরোধকারীদের বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ তনয় (২০)কে  হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত বিল্লাল মিয়া উপজেলার মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে ও রেফায়েত উল্লাহ বড় ছয়সূতী গ্রামের কাউসার মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং