লেবাননের বালবেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সোমবার, ২৮ অক্টোবর ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
মঙ্গলবার, ২৯ অক্টোবর এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এ পর্যন্ত ২ হাজার ৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু রয়েছে। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন।
হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে। কারণ এখনো উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না।
Leave a Reply