বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপির চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
শনিবার, বেলা ১২টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পরে বেলা ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রেফতার ইউপি চেয়ারম্যান সায়েম জাফরাবাদ ইউপির সাবেক চেম্যান সোনা মিয়ার ছেলে ও করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তার বিরুদ্ধে ইউপি সদস্যগণ একাধিকবার স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করলেও ক্ষমতার দাপটে তিনি সেসব অভিযোগ থেকে বেঁচে যান।
Leave a Reply