ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক কিশোরের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, ২৫ অক্টোবর বিকেলে গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
ওই কিশোরের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ১৬ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার গায়ে লুঙ্গি ও গেঞ্জি ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ ব্রহ্মপুত্র নদের পানিতে কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
Leave a Reply