কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন সরকারী কর্মকর্তারা।
গত ৩০ সেপ্টেম্বর সোমবার পৌরসভা কার্যালয় সন্মেলন কক্ষে ভৈরব পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে ১ ও ২ নং ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ৩ ও ৪ নং ওয়ার্ডে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, ৫ ও ৬ নং ওয়ার্ডে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ, ৭ ও ৮ নং ওয়ার্ডে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইশতিয়াক আহমেদ, ৯ ও ১০ নং ওয়ার্ডে উপজেলা সমাজ সেবা অফিসার রিফফাত জাহান ত্রপা এবং ১১ ও ১২ নং ওয়ার্ডে উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে পৌর কাউন্সিল হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমদ রাফি। এর পর থেকেই তারা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমদ রাফি।
জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভা চালানোর দায়িত্ব দেওয়া হয়।
Leave a Reply