1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ

উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে  শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। 

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সারমিনা সাত্তারের কাছে স্বারকলিপি প্রদান করে।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মরত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বহিরাগত একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার্থীরা এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। 

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্টিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বহিরাগত একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে। যদি এগুলো বন্ধ না হয় তাহলে শিক্ষার্থীরা আরো কঠিন কর্মসূচি দিবে বলে জানায়। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বিষয়টি দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহবুব আলম, আরাফাত হোসেন, আবু রায়হান, আরিফা আক্তার, নিলুফা আক্তার, আইরিন আক্তার, জুনাঈদ আহমেদ, সুলতানা আক্তার, তৌহিদ আহমেদ ও পিয়াস প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং