ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ৯ সেপ্টেম্বর সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ৬নং ওয়ার্ডের দিলালপুর বাজারে ৫৯৯ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে চেয়ারম্যান সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মজিবুর রহমান তছলিম ও তদারকি কর্মকর্তাসহ সকলকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রত্যেক কার্ডধারীকে স্বশরীরে উপস্থিত থেকে কার্ড প্রতি ৩০ কেজি চাউল বুঝে নেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা উপস্থিত ছিলেন। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মজিবুর রহমান তছলিম জানান, বরাবরের মতোই স্বচ্ছতার সাথে চাউল বিতরণ শুরু করা হয়েছে। এখানে কোন ধরনের অনিময় ও দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যদি কোন কার্ডধারী না আসে তাহলে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply