কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ইটনা সদর ইউনিয়ন ডাক্তার হাটিতে প্রতিপক্ষের হামলার স্বীকার হয়ে ভপেশ চন্দ্র বর্মন (৫৩) নামের একজন আহত হয়ে আশংকা জনক অবস্থায় ইটনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৮ই আগস্ট রবিবার সকাল সাড়ে দশটায়। এ বিষয়ে ভপেশ চন্দ্র বর্মন বাদী হয়ে ৩ জনকে আসামী করে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ ও প্রত্যক্ষদর্শী থেকে জানায় যায়, হরেন্দ্র বর্মনের অসহায় ছেলে ভপেশ চন্দ্র বর্মন পরিবার পরিজনের জীবিকা নির্বাহের লক্ষ্যে নিজ বাড়ীর সামনে একটি মুদির দোকান দিয়ে বেচা কেনা করে কোন মতে বেচে আছে। এই অবস্থায় ঘটনার দিন একই গ্রামের একবর আলীর ছেলে নয়ন মিয়া (৩০), ধনু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২) ও সামছুদ্দিনের ছেলে কাউছার মিয়া (৩০) তাহারা সকলে দোকানে গিয়ে ভপেশ চন্দ্র বর্মনের নিকটে বাকিতে সিগারেট চাহিলে ভপেশ চন্দ্র বর্মন সিগারেট দিবে না বলিয়া অস্বীকার করিলে উক্ত প্রতিপক্ষগণ মুখমুখি তর্কবিতর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে ভপেশ চন্দ্র বর্মনকে মার পিঠ করে দোকানের জিনিস পত্র ভাংচুর সহ তছনছ করে। এই অবস্থায় ভপেশ চন্দ্র বর্মন এর স্ত্রী রীতা রানী বর্মন আগাইয়া আসিয়া ফিরাইতে চেষ্টা করিলে প্রতিপক্ষের লোকজন তাহাকে অশালীন গাল মন্দ বলিয়া ভারতে পাঠিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে চলে যায়।
Leave a Reply