বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক ঢালী লিমনের একটি সাইনবোর্ড ভাঙ্গচুরকে কেন্দ্র কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচরে করে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হামলায় শামীম নামের গুরুতর আহত এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শনিবার, ৩১ অগাস্ট দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর এলাকায় এ ঘটনায় ঘটে।
গুরুতর আহত শামীম মধ্য কাতিয়াচর এলাকার রতন মিয়ার ছেলে।
জানা গেছে, গত ৮ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক ঢালী লিমনের একটি সাইনবোর্ড ভাঙ্গচুর করে শামীম ও তার সঙ্গিরা। এর জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শনিবার দুপুরে শামীমকে পূর্ব কাতিয়ারচরের তিন রাস্তার মোড়ে অন্য একজনের মাধ্যমে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে যায় কয়েকজন ছাত্রলীগ কর্মী। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। সেখানে তাকে অস্ত্রোপচার করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরেকটি অস্ত্রোপচার করার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়
এ ঘটনায় শামীমের বাবা রতন মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন যা মামলা হিসেবে এখনো গৃহীত হয়নি।
Leave a Reply