1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক এমপির মতবিনিময়

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ, ময়মনিসংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার, ২৭ অগাস্ট সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীন বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে ঈশ্বরগঞ্জে কোন সংখ্যালঘু সম্প্রদায় কোন সহিংসতার শিকার হননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোন দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোন ঠাঁই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান তিনি।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক সহ-সভাপতি আব্দুল আউয়াল, বিএনপি নেতা ঝুলন চকদার, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল আমিন রিপন, রতন ভৌমিক, মোহাম্মদ আলী, রেজাউল করিম বিপ্লব, উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, আসাদুল্লাহ হাদিস, আনোয়ারুল বারী সুমন, রাকিবুল হাসান শুভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং