
ইটনায় মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক এর অপসারণ ও পদ ত্যাগের দাবিতে পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল করা হয়। ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা শিক্ষা বাণিজ্য, অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার, ২০শে অগাস্ট সকাল ১১ টায় ইটনা উপজেলা সাধারণ শিক্ষার্থীরা প্রথমে প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক এর অপসারণ ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইটনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতন গেইটের সামনে সমবেত হয়ে তার পদ ত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগন তুলে। পরে অপর আরেকটি শিক্ষার্থী পক্ষ প্রধান শিক্ষককের পদত্যাগ চাই না বলে স্লোগান তুলে আরেকটি মিছিল বের করে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইটনা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারিকুল আলম এর নিকট দাবি জানালে, তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শান্তনা দিয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার নির্দেশ দেন।
এ বিষয়ে জানার বিষয়ে জানতে মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তবে অন্যান্য সকল শিক্ষকগণ অফিসে বসে থাকতে দেখা যায়। বিষয়টি সম্পর্কে সহকারী প্রধান শিক্ষক পান্না লাল এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আজ আমাদের প্রধান শিক্ষক স্যার স্কুলে আসেনি বলে।
অপর দিকে ইটনা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ প্রভাষক রেহান মকবুল ও জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। বিষয়টি সম্পর্কে ইটনা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। এছাড়া বিদ্যালয়ের সাধারণ শিক্ষক তন্ময় রায় মিঠুন এর নিকট অন্য দুই শিক্ষকের পদ ত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি করণের আগে তারা উভয় শিক্ষক ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল বলে জানান। তবে আন্দোলনকারীদের বেশ কিছু দাবি পূরণীয়।
Leave a Reply