সদ্য দেশ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার. ১৫ই অগাস্ট সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ইটনা উপজেলার পুরাতন হাসপাতাল কোয়ার্টার্সের মাঠে সমাবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে স্বৈরাচার শেখ হাসিনার গুম, খুন, নির্যাতন, হয়রানীর বিচারের দাবিতে ফাঁসির স্লোগান তুলে ইটনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটনা উপজেলার পশু হাসপাতালের সামনের মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য রাখেন, ইটনা উপজেলার বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর (স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক মাহে আলম, ইটনা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছালেক, ইটনা উপজেলা ছাত্রদল সভাপতি আজাদুর রহমান সুজন প্রমুখ।
।সভা পরিচালনা করেন, ইটনা উপজেলা বিএনপির নেতা সালাউদ্দিন সুমন।
Leave a Reply