1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের উদ্যোগে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৩ অগাস্ট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামায়াতে ইসলামির আমীর মঞ্জুরুল হক হাসান, বিএনপি’র  সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া  মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, করুণাময়ী কালী মন্দিরের পুরোহিত ডালিম চক্রবর্ত্তী, ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক আজিজি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সাকিব, হাসানুর রহমান, মাজহারুল ইসলাম প্রমুখ। 

সভায় সংখ্যালঘু পরিবারসহ সর্বস্তরের জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা বিধানে প্রত্যেক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার প্রতিশ্রুতি  ব্যক্ত করা হয়। কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। কোন ব্যক্তি, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে দল তার দায়ভার নেবেনা বলেও নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দুবৃর্ত্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, অর্জিত সাফল্য মহিমান্বিত করে চলতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

সভায় পুরোহিত ডালিম চক্রবর্ত্তী জানান, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাসহ আমাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার আশ্বাস প্রদান করেছেন। আমরা সংখ্যালঘু পরিবার এখন শংকামুক্ত। এই ধারা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, আমাদের পুলিশী কার্যক্রম সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবর্গ, সুশীল সমাজের সমন্বয়ে কমিটি গঠন করে আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং