কিশোরগঞ্জের করিমগঞ্জে আপামর জনতাকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি, যুবদল,ছাত্রদল,ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। করিমগঞ্জ বাজার,মরিচখালী বাজার এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। বিভিন্ন দিকে মিষ্টি বিতরণ,পটকা ফুটিয়ে উল্লাস করতে দেখা যায়।
সোমবার,৫ অগাস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে জনতার মিছিল এসে সমবেত হয় করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়কে। আনন্দ মিছিল আবারও করিমগঞ্জ বাজারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল চলাকালে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগে ও অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দের ব্যানার -ফেস্টুন নামিয়ে ফেলা হয়।
Leave a Reply