কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী ঈদগাহ মাঠ এবং লনাবাইদ- নাছিরাকান্দা গোরস্তানের সাধারণ সম্পাদক, নাছিরাকান্দা গ্রামের প্রয়াত কবি শামসুর রহমানের তৃতীয় সন্তান মো. জামহারুল হক মুকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার, ৩১ জুলাই দিবাগত রাত ১০ টায় অনেকটা আকস্মিক ভাবে অসুস্থ হয়ে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মময় জীবনে তিনি প্রাইভেট ফার্মে চাকুরির পাশাপাশি ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার, ১ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ছয়সূতী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে লনাবাইদ-নাছিরাকান্দা গোরস্তানে মরহুমের পিতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে।
Leave a Reply