1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে নানা আয়োজনে শহীদ ইয়াকুব আলী দিবস পালিত

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ইয়াকুব আলী দিবস।
এ উপলক্ষে বুধবার, ৩১ জুলাই) সকালে শোক র‍্যালি বের করেন শহীদ ইয়াকুব আলী স্মৃতি সংসদের সভাপতি নিহার রঞ্জন সেন এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা।
পরে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বৌলাই বাজার সংলগ্ন এলাকায় শহীদ ইয়াকুব আলী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।শ্রদ্ধাজ্ঞাপনের পর শহীদ ইয়াকুব আলী স্বরণে মিলাদ মাহফিল শেষে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ইয়াকুব আলীর বড় ছেলে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানমো. আওলাদ হোসেন এবং পরিবারের অন্যান্য সদস্যসহ স্থানীয়রা।
১৯৭১ সালে ২৯ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযুদ্ধের সংগঠক এবং বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি শহীদ ইয়াকুব আলীকে রাজাকারেরা ধরে নিয়ে যায় স্থানীয় পাকবাহিনী ক্যাম্পে।
দুইদিন ক্যাম্পে রেখে নির্যাতনের পর ৩১ জুলাই নির্মমভাবে হত্যার পর তার মরদেহ নরসুন্দা নদীতে ভাসিয়ে দেয় পাকিস্তানি হানাদার ও তাদের সহযোগী রাজাকারেরা।
পরে মরদেহ সনাক্ত করে বাড়িতে না এনে জানাজা পড়ে পাকবাহিনীর নির্যাতনের ভয়ে আবারো নদীতে ভাসিয়ে দেয় স্বজননেরা। শহীদ কালীন সময়ে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ আত্মীয় স্বজন রেখে জান।দেশ স্বাধীন হবার পর থেকে দিবসটি পালন করে আসছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং