1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কমিটির সভাপতি সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে চাষিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন অফিসার আজমত উল্লাহ আকন্দ। 

এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃর্ষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শামীম আহম্মেদ প্রমুখ। এ সময় উপজেলার ৭৫ জন পাটচাষি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বক্তারা প্রশিক্ষণে চাষিদের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জের মাটি পাট চাষে উপযোগী, তাই আপনারা বেশি বেশি করে পাট চাষ করবেন, পাট চাষ করতে বেশি খরচ হয় না। দেশে পাট বীজ উৎপাদন করুন বিদেশি নিম্নমানের পাটবীজ বর্জন করুন, আপনাদের পাট ও পাটবীজ উৎপাদন করতে কোনো রকম সমস্যা মনে হলে উপজেলা পর্যায়ের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং