কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর সাধন সূত্র ধর (৭৯) নামে এক বৃদ্ধের মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার, ১৬ জুলাই দুপুর ৩টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাধন সূত্র ধর একই গ্রামের মৃত সুরেন্দ্র সূত্র ধরের ছেলে৷
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা সাধন সূত্র ধর ৷ তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন তিনি ৷ পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ছেলে লিটন সূত্র ধর। দুপুরের স্থানীয় লোকজন বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply