কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার, ১২ জুলাই দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম সমন্বিত অভিযানে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইমন মিয়া পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মো:মফিজ উদ্দিনের ছেলে।
তিনি হোসেনপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ চলতি বছরের ৩১ মার্চ ইমন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন।
শুক্রবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলে এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান,আটক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমন মিয়াকে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply