এ কেমন শত্রুতা ? মানুষ কতটুকু নির্দয় ও নিষ্ঠুর হলে গাছের সাথে এমন শত্রুতা করতে পারে ? মানুষের সাথে না পেরে তার গাছের সাথে শত্রুতার জেদ মিটালো। নিরীহ কৃষকের কলাবাগানের ২১৮টি কলাগাছ কুপিয়ে তছনছ করেছে অজ্ঞাত শত্রুরা। এতে করে কৃষকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। তবে এ ব্যাপারে কৃষক অজ্ঞাত কারণে কোন প্রতিবাদ বা জনপ্রতিনিধি কিংবা পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবগত না করে নীরবতা পালন করছেন।
এমন ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বনুড়া কুড়েরপাড় গ্রামের নিরীহ কৃষক শহীদ মিয়ার কলাবাগানে। তবে কৃষক শহীদ মিয়া জানান, কারো সাথে তার কোন পূর্বশত্রুতা ছিলনা, এমনকি বর্তমানেও তার কোন শত্রু নেই। তবুও কেনইবা তার সাথে এমনটি হয়েছে, তা তিনি জানেন না।
জানাগেছে, গাংগাইল ইউনিয়নের বনুড়া কুড়েরপাড় এলাকায় ৬০ শতাংশ জমিতে কৃষক শহীদ মিয়া ধানের পরিবর্তে কলাবাগান তৈরী করেছেন। তিনি দুই বৎসর যাবত সেখানে কলা চাষ করে সবে মাত্র লাভের মুখ দেখেছেন। বৃহস্পতিবার, ১১ জুলাই সরেজমিন গিয়ে দেখা যায়, কলাবাগানের পাশে পড়ে রয়েছে সারিবদ্ধ শতশত অপরিপক্ক কলার ছড়ি। লাল কাপড়ে বাঁধানোর মতো কলার থোরও রয়েছে কলার ছড়িতে ঝুলানো। কলাগুলো এখনও অপরিপক্ক হওয়া তা কোন কাজে আসছে না। সেগুলো বিক্রিও করা যাবে না বা অন্য কোন কাজেও লাগানো যাচ্ছেনা। এছাড়া কলাবাগানে ভিতর ঢুকে দেখা যায় যে, এলোপাথাড়িভাবে কুপিয়ে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে। রাতের আঁধারে একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র দিয়ে কলাবাগানের ২১৮টি কলাগাছ কেটে ফেলেছে। কিন্তু এমন শত্রুতা কে বা কাহারা করেছে, তা কেউই জানেনা। এদিকে কৃষক শহীদ মিয়া কলাগাছ কাটার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসনকে কাউকে অবহিত না করে নীরবতা পালন করছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. রোকনুজ্জামান বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি, ওই কৃষক আমাকে কিছুই জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
Leave a Reply