1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

হোসেনপুরে বিনা পয়সায় শিক্ষার্থীরা কিনলো কলম-খাতাসহ শিক্ষা সামগ্রী

স্টাফ রিপোর্টার, হোসেনপুর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

 

ঘড়ির কাটায় বিকাল চারটা। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা দলবেঁধে ছুটছে একটি স্টলের দিকে ৷ যেখানে কোনো টাকা ছাড়াই একদম বিনা পয়সায় পাওয়া যাচ্ছে শিক্ষা সামগ্রী। এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। 

শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন প্রান্তিক পর্যায়ে স্কুলগুলোতে এমন ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করে আসছে অনেক দিন ধরে। যেখানে তারা খাতা, কলম, জল রঙ, কলম বক্স, পেন্সিল, রাবার ও কাটারসহ প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম বিনা পয়সার বাজারে বিক্রি করছে। এছাড়াও শিশুদেরকে প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন উদ্যোক্তারা। 

বিনা পয়সার বাজারের ক্রেতা ৫ম শ্রেণি পড়ুয়া আশিক জানায়, এমন বাজার আগে সে কখনো দেখেনি। বিনা পয়সায় খাতা কলম পেয়ে সে অনেক খুশি। 

পুর্ব দ্বীপেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, শিশুদের হাসি ফাউন্ডেশন চমৎকার কাজ করছে ৷ তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ অনেক বেশি প্রশংসনীয়। স্কুলের অসহায় ও দরিদ্র শিশুরা বিনা পয়সায় শিক্ষা সরঞ্জাম পেয়েছে। 

এই বিষয়ে বিনা পয়সার বাজারের প্রজেক্ট বাস্তবায়নকারী তানভীরুল ইসলাম তন্ময় বলেন, শিশুদের জন্যই শিশুদের হাসি ফাউন্ডেশন অবিরাম কাজ করছে । সুন্দর, স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত সমাজ গঠনে আজকের শিশুদেরকেই সুনাগরিক হিসেবে গড়ে তুলত হবে। আমরা চেষ্টা করছি শিশুদের মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং