1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

নান্দাইলে উচ্ছেদ অভিযান ব্যহত হওয়ায় পুনরায় নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যাহত হওয়ায় পুনরায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে করে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্নসহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেমস্ত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পুনরায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী দোকানপাট। যেখানে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক ও মহাসড়ক আইন-২০২১ এর ৯ অনুচ্ছেদ এর (১১) বা (১২) বিধান লঙ্ঘনের দায়ে অর্থাৎ সরকারি জায়গা অবৈধ দখলের কারণে দখলকারী ও দখলে সহায়তাকারীকে ২ বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। এমন বিধান থাকা সত্বেও সরেজমিন গিয়ে দেখা গেছে, নান্দাইল উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা নান্দাইল চৌরাস্তার কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে দখলকারীরা।

যদিও গত ২৩ ফেব্রুয়ারি মহাসড়কের যানজট নিরসনে নান্দাইল আসনের সংসদ সদস্য. পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের নির্দেশে নান্দাইল উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছিলো। উপজেলার কানরামপুর, নান্দাইল সদর ও নান্দাইল চৌরাস্তায় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। কিন্তু ওই উচ্ছেদ অভিযানটি উপজেলা নির্বাচনসহ একাধিক কারণে ব্যাহত হওয়ায় পরবর্তীতে অবৈধ দখলকারীরা পুনরায় দোকানপাট নির্মাণ করে সরকারি জায়গা দখলে নিয়ে যাচ্ছে। এতে করে মহাসড়কে পুনরায় যানজট সৃষ্টিসহ সড়কে দেখা দিয়েছে অরাজকতা। বিশেষ করে নান্দাইল চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের উপর বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে যানবাহন চলাচলসহ যাত্রী সাধারণকে নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীসহ কয়েকজন জানান, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে কিছুদিন অতিবাহিত হলেই পুনরায় তা দখল হয়ে যায়। অযথা প্রশাসন এসে ঢং করে চলে যায়, ফলে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং