দীর্ঘদিন ধরেই রিয়াজুল মোল্লা নামের এক মাহুত কিশোরগঞ্জ শহরে হাতি দিয়ে চাঁদাবাজী করে আসছিলেন। এবার কাঙ্খিত চাঁদা না পেয়ে ওই হাতির আক্রমনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এক ফার্মেসি ব্যবসায়ী।
নিহত ফার্মেসি ব্যবসায়ী মাসুদুর রহমান (৪৫) মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার A R ফার্মেসির স্বত্বাধিকারী ও ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সোমবার, ১ জুলাই সন্ধ্যায় মাসুদ জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় তার ফার্মেসিতে বসা ছিলেন। এসময় মাহুত রিয়াজুল মোল্লা হাতি নিয়ে চাঁদা চাইতে মাসুদের ফার্মেসি যান। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাহুতের ইঙ্গিতে হাতিটি মাসুদ শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মাসুদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে, পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার, ২ জুলাই রাত তিনটার দিকে গুরুতর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার, ২ জুলাই বিকেল তিনটার দিকে মারা যান মাসুদ।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শিংরইল ইউনয়নের কৃষ্টপুর গ্রামে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, নিহত মাসুদের মরদেহ নিয়ে স্বজনরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মঙ্গলবার বাদ এশা শহরের আখড়াবাজার মদনী মসজিদে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে নিহত মাসুদের পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply