কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কৃতি সন্তান সৈয়দ কিবরিয়া জামান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে আলোচনাসভা, আনন্দ উদযাপন,আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার, ২ জুলাই বিকেলে করিমগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এ আলোচনাসভা, আনন্দ উদযাপন,আতশবাজি ও পথচারি ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সিরাজী,করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জুনায়েদ আহমেদ,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ,সহ-সভাপতি মেহেদি হাশেম দিপু, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম,সহ-সভাপতি বুলবুল আহমেদ,ওবায়দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান,প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ রাসেল,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন নয়ন ভূইয়া,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইভান হাসান,
করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোশারফ হোসেন সুমন,মালয়েশিয়া প্রবাসী বাবুল মিয়াসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে পথচারি ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।পরে বর্ণাঢ্য আতশবাজি অনুষ্ঠিত হয়।
Leave a Reply