কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পল্লীতে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সৌরভ হোসেন বাবু (২২) করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শুক্রবার, ২১ জুন রাত দশটার দিকে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ছয়মাস ধরে নিহত সৌরভের সাথে একই এলাকার কিছু যুবকের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার মারামারির ঘটনাও ঘটে। শুক্রবার রাতে সৌরভকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার বুকে ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করলে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আরো জানতে করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply