প্রতি বছরের ন্যায় এবারও শোলাকিয়া ঈদগাহে ১৯৭তম ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসা ভৈরব ও ময়মনসিংহ অঞ্চলের মুসুল্লিদের আনা নেয়ার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেন দু’টি শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন নামে ময়মনসিংহ ও ভৈরব থেকে মুসুল্লিদের আনা নেয়া করবে।
শনিবার, ১৫ জুন বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতে অংশ নিতে আসা দূর-দূরান্তের মুসুল্লিদের জন্য বাংলাদেশ রেলওয়ে দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
বিশেষ ট্রেন দু’টি সকাল ৬টায় ভৈরব থেকে ও সকাল পৌনে ৬টায় মেয়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে।ট্রেন দু’টি জামাত শেষে মুসুল্লিদের নিয়ে আবার কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এবার ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়। এবার শোলাকিয়ায় ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ।
এদিকে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে প্রতিবারের ন্যায় এবারও শহর ও ময়দান ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ, বিজিবি, আমর্ড ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর নিরাপত্তা চাদরে ঢেকে রাখবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। ময়দানের উপরে টহল দিবে ড্রোন। ময়দানে প্রবেশ পথে থাকবে নিরাপত্তা তল্লাসির ব্যবস্থা।
Leave a Reply