‘যেখানে হাহাকার শূন্যতা, কিছু পাওয়ার ইচ্ছা সেখানেই সদিচ্ছা’ এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আল ইনসাফ একতা ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার, ১৫ জুন সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয় সংলগ্ন স্থানে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
এতে প্রায় তিনশ’ উপকারভোগী ফ্রি মেডিকেল সেবা ও ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এলাকার অসহায়দের মাঝে বিনামূল্যে চাল, চিনি, তেল, পেঁয়াজ, দুধ, সেমাই ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
Leave a Reply