1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইউপি সদস্যের নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রায়হান জামান,বিশেষ প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোছা. শিরিনা আক্তার নামে এক গৃহবধূর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের বাধা দিলে তাদের আক্রমণে আহত হন দুইজন।

শুক্রবার, ৩১ মে বিকাল ৪টায় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শিরিনা আক্তার ছয় জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন-সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে আফসর উদ্দিন, একই এলাকার মৃত জহুর আলীর ছেলে মান্নাছ মিয়া, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো.হেলাল উদ্দিন, মৃত সাত্তার মিয়ার ছেলে মো. আবুল কালাম, মৃত কাদির মিয়ার ছেলে কাহার মিয়া ও তার ভাই বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও ৪/৫ জন সহযোগী।

আহতরা হলেন- মোছা. শিরিনা আক্তার (২৫) ও তার ভাশুর মো. সিদ্দিক মিয়া  (৪২), তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

শিরিনা আক্তার ও থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, ভূক্তভোগী মোছা. শিরিনা আক্তারের স্বামী আব্দুল হাসিম তাঁর বড় বোন জামাইয়ের কাছ থেকে জায়গা কিনে বসতঘর নির্মাণ করে সেই ঘরে বসবাস করে আসছেন। কিন্তু সেই জায়গা নিয়ে ভূক্তভোগীর ভাশুর মো. মন্নাছ মিয়া তাদের উচ্ছেদ করতে বিভিন্ন ধরণের পায়তারা করে আসছেন।

গতকাল শুক্রবার  বিকালে ৪টার দিকে অভিযুক্ত আফসর উদ্দিন, মান্নাছ, হেলাল মেম্বার,কালাম মিয়া, কাহার মিয়া দলবল নিয়ে ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে তাদের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ভুক্তভোগী

শিরিনা আক্তার তাদের বাধা দিলে তাকে এলোপাথারি মারপিট শুরু করে ও শ্লীলতাহানি করে অভিযুক্তরা। একপর্যায়ে তারা তাকে খুন করতে চাইলে ভুক্তভোগী শিরিনা আক্তার পালিয়ে প্রাণ বাঁচান। এ সময় অভিযুক্তরা বসতঘরে প্রবেশ করে ঘরের ওয়ারড্রপ, শোকেস ভাঙচুর করে বিশ হাজার টাকার একটি এন্ড্রয়েড মোবাইল ও সমিতি থেকে উঠানো নগদ এক লাখ টাকা লুটে করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, জায়গা নিয়ে তাদের সমস্যা নতুন না, দীর্ঘ দিনের। আমি কয়েকবার সামাজিক দরবারের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। গতকাল হাসিমের বউ শিরিনা তার ভাশুর মন্নাছের চলাচলের বাস্তা বন্ধ করে দেয় পরে আমি গিয়ে সেই রাস্তা খুলে দেই।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তুফা  জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায় । এ ঘটনায় মোছা. শিরিনা আক্তার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং