কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করার হিড়িক পড়েছে।
বুধবার, ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অহরহ এমন ব্যালট পেপারের ছবি দেখা গেছে। নিয়ম অনুযায়ী ভোটার ভোট প্রদানের আগে বা বুথে প্রবেশের আগে মোবাইল ফোন কেন্দ্রে দায়িত্বরতদের কাছে জমা বুথে প্রবেশ করবেন-এমন বিধান রয়েছে। এছাড়া ভোটারদের কাছে মোবাইল ফোন বা ছবি তোলার কোন কিছু যাতে ভোটাররা বুথে নিয়ে না যেতে পারে সেটি তল্লাশী করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা-এমন বিধানও রয়েছে।এরপরও ভোটাররা আইন লঙ্ঘন করে ব্যালট পেপার সিল দেয়ার পর সেটির ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন।করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে সিল মেরে ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী নিজেই।
শেখ মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তি মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। মেহেদী হাসান তার পছন্দের প্রার্থী মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তরিকুল ইসলাম সাদ্দাম তার পছন্দের প্রার্থী মোজাম্মেল হক মাখনকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এভাবে আরও কর্মী সমর্থকরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
Leave a Reply