1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

প্রেম করে বিয়ে! যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ, আদালতে মামলা

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
অভিযুক্ত স্বামী মো. কাউছার মিয়া

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেম করে বিয়ে করার পর যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে কিশোরগঞ্জ  আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।

গত রবিবার, ১২মে কিশোরগঞ্জের  ২নং আমল গ্রহণকারী সি.আর আদালতে গৃহবধূ মোছা. শিমলা আক্তার ঝড়না (২৮) বাদী হয়ে স্বামী মো. কাউছার মিয়ার (৪২) বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সি.আর মোকাদ্দমা নং- ২৯৩(১)২৪।

মামলা সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ফকিরপাড়া গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. কাউছার মিয়ার সাথে ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর জনৈক এক মৌলভী দ্বারা একই ইউনিয়নের মধ্য গোবরিয়া গ্রামের মৃত সায়েদুর রহমানের মেয়ে মোছা. শিমলা আক্তার ঝড়না’র বিয়ে হয়। পরবর্তীতে উভয়পক্ষের আত্মীয় স্বজনের মাধ্যমে গত ২০২০ সালের ৪ আগস্ট ইসলামী শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিন মূলে পুনরায় তাদের বিয়ে হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। তাদের দাম্পত্য জীবনে ১টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। পুত্রের নাম আয়ান (৬) ও কন্যার নাম আইরিন (৪)।

সন্তান জন্ম নেওয়ার পর থেকেই স্বামী মো. কাউছার মিয়া স্ত্রী মোছা. শিমলা আক্তার ঝড়নাকে চাপ সৃষ্টি করে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা এনে দেয়ার জন্য। স্বামীর চাহিদা মতো ৩লাখ টাকা যৌতুক এনে দিতে না পারায় স্ত্রীর উপর চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন।

এরই ধারাবাহিকতায় গত ১১মে শনিবার সকাল ৯টার দিকে তাদের বসতঘরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামী কাউছার মিয়া। বিকাল ৪টার দিকে সংবাদ পেয়ে গৃহবধূর বাড়ির লোকজন এসে আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায়। ঘটনার পর থেকে দুই সন্তানসহ ওই গৃহবধূ তার পিত্রালয়ে অবস্থান করলেও সন্তানদ্বয়সহ ওই গৃহবধূর কোন খোঁজ খবর নেননি স্বামী কাউসার  মিয়া। এমনকি তাদের ভরণপোষণও করেননি তিনি। 

যৌতুককের জন্য নির্মম নির্যাতনের শিকার পিতৃহারা গৃহবধূ মোছা. শিমলা আক্তার ঝড়না দুই সন্তান নিয়ে তার স্বামীর সংসারে ফিরে যেতে বিজ্ঞ আদালতসহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। তার স্বামী দাবী করা ৩লাখ টাকা না পেয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে নারাজ প্রকাশ করেছে এমন অভিযোগ করেন স্ত্রী মোছা. শিমলা আক্তার ঝড়না।

এব্যাপারে অভিযুক্ত মো. কাউছার মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমার স্ত্রী শ্বশুর বাড়িতে আটক আছে। শিমলার বড় ভাই সৌদি থেকে বাড়ি আসার পর সামাজিকভাবে এলাকায় বসে এর একটি ফয়সালা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং