1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে পরিকল্পনা মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম এমপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ মে নান্দাইল উপজেলা সদরে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে  সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোয়াত কলমের প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া। সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, নান্দাইল উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল হক ভূইয়া গত ২৬মে বাঁশহাটি বাজারে সাংবাদিক সম্মেলনে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীকে সমর্থন ও প্রভাববিস্তার করেছেন বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া শাহাব উদ্দিন ভূইয়া আরও বলেন, শুধু তাই নয় ওই আনারস প্রতীকের প্রার্থী দোয়াত কলমের প্রার্থী ও আমার বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগ স্বচ্ছ ও সুসংগঠিত। মূলত ওই কতিপয় প্রার্থীর জনসমর্থন শূন্য হওয়ায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সম্প্রতি নান্দাইলে আগমনের পর তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা সাথে ছিলেন। কিন্তু কোথাও দোয়াত কলমের প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা বা সমর্থন দেননি। পরিশেষে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ নান্দাইলে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ জেলা ও নান্দাইলে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং