1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই চলছে। তিন জন প্রার্থীর মধ্যে অর্থ ও শিক্ষায় এগিয়ে রয়েছে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান, গাড়ী-বাড়িতে উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়া এবং কৃষি ও মৎস্য খামারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন।

আগামী ৫ই জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামা ও সম্পদ বিবরণী বিশ্লেষণে  তথ্য জানা গেছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান তাঁর হলফনামা অনুযায়ী অর্ধ কোটি টাকা নগদ হিসাব হাতে রয়েছে। তিনি দোয়াত কলম প্রতীকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক হওয়ায় দলীয় নেতাকর্মী তাঁর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। দাখিলকৃত হলফনামা অনুযায়ী, আমিনুল ইসলাম শাহান বিএ পাস। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা, হাতে আছে ৫৬ লাখ ১৭ হাজার ৫৪৮ টাকা, স্বর্ণালংকার ২০ তোলা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র ২ লাখ টাকার। সেই সঙ্গে রয়েছে ৪ শতাংশ অকৃষি জমি, পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি ও একটি দালান।

অপরদিকে সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক ভূইয়া তাঁর হলফ নামায় তিনি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন স্বশিক্ষিত। বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। হাতে আছে প্রায় ৮ লাখ টাকা। তবে ৪৪ লাখ টাকার একটি নিজস্ব বাস ও একটি প্রাইভেটকার রয়েছে। এছাড়া ১ লাখ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। তবে জনপ্রিয়তা তাঁরও কমতি নেই।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ত্যাগী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিম উল্লাহ লিটনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বার্ষিক আয় উল্লেখ নেই। হাতে আছে ৪ লাখ ২৫ হাজার এবং ব্যাংকে গচ্ছিত ২ লাখ ৫০ হাজার টাকা। কৃষি ও মৎস্য খামার রয়েছে ১.১৫ একর মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নান্দাইল পৌরসভায় ০.২৬ একর জায়গায় দ্বিতল ভবন রয়েছে মূল্য ৩৯ লাখ টাকা। স্বর্ণালংকার রয়েছে ৪ ভরি মূল্য ৩ লাখ টাকা, আসবাবপত্র রয়েছে ৬০ হাজার টাকার। সেই সঙ্গে কৃষি ব্যাংক নান্দাইল শাখায় দেনা পাওনা রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তবে প্রচার-প্রচারণায় তিনিও থেমে নেই, মাঠ পর্যায়ে বেশ এগিয়ে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং